রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়া পৌর ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সম্মেলন, সভাপতি শফিকুল সম্পাদক সজীব, সাংগঠনিক টুটুল খাঁন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া পৌর সভার ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বটতলা মাজার প্রাঙ্গণে। শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত উক্ত সম্মেলন শুভ উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু। সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউদ্দিন শেখ, উপজেলা যুব দলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিটু, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা বিএনপির সদস্য আজিম উদ্দিন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
উক্ত সম্মেলনে পৌর কৃষক দলের সভাপতি বিএম বাবুল, শ্রমিক দলের সহসভাপতি আসলাম হোসেন পরিবেশ৷ সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম এবং  সজীব হোসেন সাধারণ সম্পাদক ও টুটুল খাঁনকে সাংগঠনিক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সামনে তিন কাজ করতে হবে, প্রথম কাজ হচ্ছে ঐক্য ঐক্য ঐক্য, সবাইকে ঐক্য থাকতে হবে, দ্বিতীয় টা হচ্ছে জনগন, জনগণের কাছে যেতে হবে, তৃতীয় টা হচ্ছে উন্নয়ন। সবাইকে নিয়েই উন্নয়ন করতে হবে বক্তারা আরও বলেন, হাবিবুর রহমান হাবিব বলেন আর জাকারিয়া পিন্টুই বলেন যে নেতা ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন আমরা ধানের শীষের নির্বাচন করব।
আপনারা যে যে নেতার সাথেই থাকেন না কেন? ধানের শীষের বাইরে কেউই যাবেন না।
যেই ধানের শীষের মনোনীত প্রার্থী হবেন আমরা সবাই তারই পক্ষে নির্বাচন করবো ইনশাআল্লাহ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে বলে সকল নেতাকর্মীকে হুশিয়ারি করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর