পাবনার ঈশ্বরদীতে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান। ডেইরি ফার্ম মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সারজিট হাসান সান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন আঁখি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টার, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, সহ-সভাপতি রকিব মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক জালাল হোসেন, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তারেক, কোষাধক্ষ্য রিপন, সহ-কোষাধক্ষ্য সেন্টু, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক জোহা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজীব হোসেন।