রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে নারী ফুটবলের প্রীতি ম্যাচে জয়ী গোপালপুর নারী একাদশ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে হেমনগর কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারী ফুটবলের প্রীতি ম্যাচ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রোজ ভিপির উদ্যোগে আয়োজিত এই ম্যাচে অংশ নেয় গোপালপুর নারী ফুটবল একাদশ ও ধনবাড়ী নারী ফুটবল একাদশ।
ম্যাচে শুরু থেকেই দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রা চমৎকার দক্ষতা ও কৌশল প্রদর্শন করলেও নির্ধারিত সময়ে ধনবাড়ী নারী ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে গোপালপুর নারী ফুটবল একাদশ বিজয়ী হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রোজ ভিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় মহিলা ফুটবল দলের কোচ ও বর্তমানে বাফুফে এলিট একাডেমির ইউথ ডেভেলপমেন্ট হেড কোচ গোলাম রব্বানী ছোটন, মরহুম ফরহাদ স্মৃতি ফুটবল টিমের কোচ গোলাম রায়হান ছোটসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন হাজারো ফুটবলপ্রেমী। নারী ফুটবলের এমন আয়োজন গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন দর্শকরা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের আয়োজন হলে নারী ফুটবল আরও এগিয়ে যাবে এবং গ্রামের মেয়েরা জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পাবে।
আয়োজক গোলাম রোজ ভিপি বলেন, “আমরা চাই গোপালপুরের মেয়েরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে।”
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে গোপালপুরে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর