রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপি এই শারদীয় উৎসব। উপজেলা পূজা উদযাপন কমিটির  তথ্যানুযায়ী ,বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সকালে মন্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর হয় দর্পণ ও বিসর্জন। বিজয়া দশমীতে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম,ক্রোধ,হিংসা,লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মুল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
 দেবী দুর্গার বিদায়ের আগে মন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতনী নারীরা । দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশির্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা। সনাতন বিশ্বাস মতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটান দেবী দুর্গা।
আটোয়ারী উপজেলা কেন্দ্রিয় দুর্গাপূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ বলেন,  জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হয়েছে। তারপরেও প্রাণের উৎসবের মধ্যেই ভক্তদের মাঝে ছড়িয়েছে প্রতিমা বিসর্জনের বিষাদ।
 তারা বলেন, দশমীতে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে হলো শারদীয় দুর্গাপূজার সমাপনী। দেখতে দেখতেই শেষ হয়ে গেল প্রাণের উৎসবটি। আবার দেবী মায়ের জন্য অপেক্ষা করতে হবে একটি বছর। কমিটির নেতৃবৃন্দ বলেন, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে বেশ আনন্দ করেছি। কিন্তু বিসর্জনের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। দেবী দুর্গা আমাদের ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, আটোয়ারী উপজেলায় এবারের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতায় সনাতনী ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদযাপন করতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর