মানিকগঞ্জ-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক বলেছেন, “আমাদের বাংলাদেশের ইতিহাস হলো শত বছরের সম্প্রীতির ইতিহাস। এই সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা বাংলাদেশী, সবাই মিলে দুর্নীতিমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।
বৃহস্পতিবার (২অক্টোবর)ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “মানিকগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক দলের কর্মীরাই কাজ করছে।”
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর দৌলতপুর উপজেলা আমীর মাওঃ ইমরান হোসাইন, সেক্রেটারি আবুল বাশার মাস্টার, মাওঃ নজরুল ইসলাম, অ্যাডভোকেট ফেরদৌস প্রমুখ।