শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

মাতামুহুরী নদীতে পর্যটক নিখোঁজ 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফাঁশিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মো. সোহান ও মো. শাকিল। দুপুরে তাঁরা দুজন রিসোর্টের পাশে থাকা মাতামুহুরী নদীতে একসাথে গোসল করাতে নামে। এসময় পানির স্রোতে মো. সোহান নদীতে ডুবে নিখোঁজ হয়। তখন সাথে থাকা মো. শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়।
মো. শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। এ সময় সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
হোয়াইট পিক স্টেশনের পরিচালক মো. আজিম জানান, অগ্রিম বুকিং ছাড়া সোহান ও শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে আসেন। পরে রিসোর্টে বুকিং দিয়ে ঝর্ণায় ঘুরতে যান। তারপর দুপুরে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। পরবর্তীতে লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র লামা স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ জানান, সংবাদ পেয়ে  সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। দুই ঘন্টা ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়ে সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন উদ্ধারের জন্য চট্টগ্রামে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সেহানকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর