শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরেতে মহানবমীতে জেলা পুলিশ সুপারের মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতির আহ্বান

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বুধবার (১ অক্টোবর) রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে আমি বিশ্বাস করি।”
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এদিন আনন্দ ময়ী দেব মন্দির ও গোপালপুর যুব সংঘের আয়োজিত বাজার পূজা মণ্ডপ ঘুরে দেখেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজে হাবিব খান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, টাঙ্গাইল পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, সদস্য সচিব প্রলয় কুন্ডুসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, পূজারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন ছিল মহানবমী, দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ভক্তরা দেবী দুর্গার চণ্ডীরূপে আরাধনা করেন এবং অশুভ শক্তির বিনাশ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ পূজা, হোমযজ্ঞ ও পূজা অর্চনায় অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতেই দেবী দুর্গা মহিষাসুর বধ করে জয়লাভ করেছিলেন।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর