বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ই-পেপার

ফাঁসিয়াখালীর কুমারী নিচপাড়া জামে মসজিদ শুভ উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী নিচপাড়া গ্রামে নবনির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এটি শুধু নামাজ পড়ার স্থান নয়; বরং মসজিদ সমাজে নৈতিকতা, শিক্ষার আলো ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে কাজ করবে। স্থানীয় জনগণকে মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করতে হবে এবং এর মাধ্যমে ইসলামি শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার। তিনি বলেন, “আজ কুমারী নিচপাড়া গ্রামবাসীর বহু দিনের স্বপ্ন পূরণ হলো। এ মসজিদ মুসল্লিদের ইবাদতের পাশাপাশি সমাজে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন কুমারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি এবং এলাকার কল্যাণ কামনা করা হয়।
স্থানীয় মুসল্লিরা নতুন জামে মসজিদ পেয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই মসজিদ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত চাহিদা পূরণ করেছে। এখন থেকে ধর্মীয় শিক্ষার প্রসার এবং ইসলামী অনুশাসন পালনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গ্রামীণ পরিবেশে জাঁকজমকপূর্ণ এ উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে কুমারী নিচপাড়া এলাকা। মসজিদটি নির্মিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর