ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ২১নং ঢোলাহাট গৌরলাল সার্বজনীন মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সোমবার সন্ধ্যায় মহা সপ্তমী উপলক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়। এতে শতাধিক গরিব মানুষের মাঝে শাড়ি, ধুতি বিতরণ করা হয়। ঢোলারহাট সনাতন ধর্ম প্রচার সংঘ (SDPS) ও শ্রী গৌরলাল রায় সার্বজনীন দূর্গা মন্দিরের পক্ষ থেকে এই বস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, শ্রী গৌরলাল রায় সার্বজনীন দুর্গা মন্দিরের পুজা উৎযাপন কমিটির সভাপতি বাসুদেব বর্মান, সাধারন সম্পাদক সুবেনন্দ্রনাথ বর্মন, পুজা কমিটির উপদেষ্টা ব্রজকুমার বর্মন রায়, ঢোলারহাট সনাতন ধর্ম প্রচার সংঘ(SDPS) এর সহ সভাপতি, কৈলাশ চন্দ্র, অর্থ সম্পাদক, কৈলাশ চন্দ্র বর্মন সহ স্থানীয় নেতৃবৃন্দ।