পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ এই সময় ভোগান্তিতে পড়তে হয় শত শত যাত্রীকে।
সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থেকে দ্রুত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।
দুর্ঘটনার কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কেউ কেউ স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, আবার অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রীদের অভিযোগ, এ ধরনের দুর্ঘটনা ঘটায় তাদের যাত্রা অনিশ্চয়তার মুখে পড়ে।
স্থানীয়দের দাবি, লাইনচ্যুতির ঘটনা প্রতিরোধে রেলপথের সংস্কার ও নিয়মিত তদারকি জোরদার করতে হবে। নতুবা ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, ভোরে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাই। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম চালায়। বর্তমানে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।