শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ-সেনাবাহিনীর যৌথ টহল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নাগরপুর সদর ইউনিয়ন ও মামুদনগর ইউনিয়নের মোট ১৫টি পূজা মণ্ডপে এ টহল কার্যক্রম চালানো হয়।
এ সময় থানা পুলিশের নেতৃত্ব দেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। তাঁর সঙ্গে সেনাবাহিনীর সদস্য ছাড়াও থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়া পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।”
উল্লেখ্য, এ বছর নাগরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ১২৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর