শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় বাবেশিক ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের পাকুন্দিয়া উপজেলা শাখার ১৭৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি আতাউর রহমান সোহাগের সভাপতিত্বে পুলেরঘাট এ.ইউ.এইচ দাখিল মাদ্রাসার শিক্ষক রফিকুল আলম বাবলু এবং কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসিম বুলবুলের যৌথ  সঞ্চালনায় আহবায়ক আতাউর রহমান সোহাগের স্বাগত বক্তব্য রাখেন।
বক্তব্যের পূর্বে পরিচিতি সভা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জেলা  জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, কটিয়াদী ফেকামারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এবং বাংলাদেশ তালিমুল কুরআন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম বিপ্লব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খ.ক নুরুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজহারুল আলম ভূইয়া, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কিশোরগঞ্জ সদর শাখা আহবায়ক ফরিদ উদ্দিন, হোসেনপুর শাখার আহবায়ক হেলাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কদ্দুস মোমেন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, পুলেরঘাট এ.ইউ. এইচ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিনুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা আহবায়ক কমিটির হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের আবু হানিফ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা মাওলানা মোঃ নাজমুল হক, পাঠুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হানিফ মিয়া, চরকাওনা কারিগর স্কুল এন্ড কলেজের শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর