শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সকল মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শামিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত ও সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে রবিবার থেকে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পুজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। সেই সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর