বান্দরবানের লামার সরইতে ইউনিয়ন পরিষদ(ইউপি) মেম্বারের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুক,কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল, মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।
সরেজমিনে জানা যায়,লামার সরই ইউনিয়নের আমতলী (৭ নং ওয়ার্ড) মিনু আক্তার (৪০),স্বামী কোরবান আলী পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন। দরিদ্র, অসহায় হওয়ায় সরকারি সুবিধা পাওয়ার জন্য স্থানীয় ইউপি মেম্বার মোঃ হোসেন সম্প্রতিকালে একটি ভিজিডি কার্ড বিষয়ে যথাযথ নিয়ম মেনে স্থানীয় দরিদ্র, অসহায় মিনু আক্তার নামে মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়।
তার বাবার বাড়ি কলাওজান, লোহাগাড়া হলেও বিবাহিত সূত্রে সে সরই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। জন্ম সনদ সরই ইউনিয়নের রয়েছে। অবহেলার কারনে আইডি এখানে হস্তান্তর হয়নি। তবে ভোটার হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে । স্বামী, ছেলে মেয়ে সরই ইউনিয়ন আইডি কার্ড ও জন্ম সনদ রয়েছে।
এ বিষয়ে মিনু আক্তার জানান, গত ৩০ বছর আমি ছেলে সন্তান নিয়ে সরই ইউনিয়নে স্থায়ীভাবে ধরে বসবাস করছি।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ হোসেন জানান, সব কিছু নিয়ম মেনে এই অসহায় মহিলাকে ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আর আমার বিরুদ্ধে একটি অসাধু চক্র আগে থেকে মিথ্যা,অপতথ্য, দিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেক্ষেত্রে আমি প্রয়োজনে আইনের আশ্রয় নিব। তারা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে মর্যাদা হানি ও হেপ্রতিপন্ন করার জন্য এ সমস্ত অপ্রচার করছে।