শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

ই-পেপার

মাদক রোধে যোগীর ঘোপায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় প্রকাশ্যে মাদক সেবন প্রতিরোধে বৃহস্পতিবার বিকালে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, গোপালপুর সার্কেলের এএসপি ফৌজিয়া হাবিব খান, ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন, স্থানীয় সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন জানান, গরিল্যা বিলের মাঝখানে অবস্থিত দ্বীপসম ঐতিহাসিক যোগীর ঘোপা খাস জায়গায় অবস্থিত। অভিযানের সময় যাদের পাওয়া গেছে, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ থেকে এখানে আর কোনো মাদকের আসর বসতে দেওয়া হবে না। সারা বছর নৌকায় বিল পাড়ি দিয়ে যোগীর ঘোপায় যাতে কেউ আর যাতায়াত করতে না পারে, সেজন্য কয়েকজন ঘাট মাঝিকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য প্রতি বৃহস্পতিবার গরিলা বিলপাড়ে পুলিশি পাহারা বসানো হবে।
এদিকে যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করায় স্থানীয়রা পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, মাদকসেবীদের অত্যাচারে আমরা ত্যক্ত-বিরক্ত। ভবিষ্যতেও যেন এমন অভিযান অব্যাহত থাকে।
উল্লেখ্য, সৌন্দর্যময় ও ঐতিহাসিক যোগীর ঘোপায় দীর্ঘদিন ধরেই একটি চক্র রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। চক্রটি প্রতি বৃহস্পতিবার এখানে মাদকের হাট বসাত। এসব কারণে এলাকায় চুরি বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর