মানিকগঞ্জের দৌলতপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সরকারি পি এস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় আমতুলী এফ এস উচ্চ বিদ্যালয় কে ০-৩ গোলে হারিয়ে দৌলতপুর সরকারি পি এস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আহসানুল আলম উপজেলা ভূমি কমিশনার দৌলতপুর , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ আর আল মামুন থানা অফিসার ইনচার্জ (ওসি) দৌলতপুর,মো. মিজানুর রহমান প্রধান শিক্ষক সরকারি পি এস উচ্চ বিদ্যালয় দৌলতপুর, মোঃ মইনুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার দৌলতপুর সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।