যশোরের অভয়নগরে আ.লীগ কর্মীর বিরুদ্ধে এক অসহায় পরিবারের ক্রয়কৃত জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে মোঃ মতিয়ার রহমান শেখ (ভুক্তভোগী) আ.লীগ কর্মী ভুট্রোসহ ৫ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে ভুক্তভোগীর ক্রয়কৃত ৮ শতাংশ জমি নিজ নামে নামপত্তন করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ গত বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল দশটার সময় আ.লীগ কর্মী ভুট্রো সরদার তার লোকজন নিয়ে ভুক্তভোগী ১ শতাংশ জমি জোর করে দখল করে নিতে গেলে ভুক্তভোগী বাঁধা দিতে গেলে আসামিরা ভুক্তভোগীকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিটসহ হত্যা করার হুমকি দেয়। ফলে ভুক্তভোগী উপায়ন্তর না পেয়ে ন্যায় বিচার চেয়ে অভয়নগর থানায় আ.লীগ কর্মী ভুট্রোসহ তার বাহিনীর বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার লিখিত অভিযোগ করেছেন। উল্লেখ গত আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ভুট্রো সরদার আ.লীগ নেতা রফিকুল মজুমদারের অনুসারী হয়ে দীর্ঘদিন থেকেছেন বহালতবিয়তে। গত ৫ আগষ্টের পর আ.লীগ সরকার পতন হওয়ার পরে ওই ভুট্রো সরদার খোলশ পাল্টে বিএনপি একাংশে নিজেকে বিএনপি কর্মী দাবি করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন বলে ধোপাদী গ্রামের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হল, ধোপাদী গ্রামের আমির আলী সরদারের ছেলে ভুট্রো সরদার(৪৫), একই গ্রামের পিতা অজ্ঞাত মোঃ আসাদ(৪০), মৃত বছির সরদারের ছেলে তক্কেল সরদার(৪০), মাজেদ শেখের ছেলে আলমগীর(২৫), মোঃ আসাদের ছেলে আহাদ(১৮)। এবিষয়ে প্রধান আসামি ভুট্রো সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।