মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ভরিফাত জাহান, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর এ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূইয়া, কটিয়াদি ফেকামারা ফাযিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, আব্দুল মোমেন কুদ্দুস, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সচিব সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।