স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলায় মথুরাপুর ইউনিয়নে উথুলী গ্রামে কাঠবাদাম নামক স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সার্ভিসিং সেন্টারের নামে চলছে মাদক ব্যবসা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন মিস্টার ছিলু রোজারিও ওরফে সাধু দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। মাদক ব্যবসা করতে গিয়ে মাঝেমধ্যে জেল খাটে ‘ জেল থেকে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।
নাম প্রকাশ অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, সাধু বর্তমানে পাবনা জেলে আছে। কিন্তু তার মাদক ব্যবসা বন্ধ নেই আগের মতই মাদক ব্যবসা রমরমা চলছে। সিলু রোজারিও না থাকলে তার স্ত্রী মিসেস, লতা রোজারী এ মাদক ব্যবসা করেন। জানা যায়,এ মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধিরে ধিরে মাদকে আসক্ত হয়ে পরছে।