মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় নিজস্ব অর্থায়নে ১২২০ ফুট রাস্তা সলিং সম্পন্ন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজস্ব অর্থায়নে ১২২০ ফুট রাস্তা সলিং করেছে এলাকাবাসী। আজ (২৩ সেপ্টেম্বর ২০২৫) মঙ্গলবার উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোদালিয়া পূর্বপাড়ার এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সলিং সম্পন্ন হয়েছে।
গত মাসে প্রথম ধাপে কোদালিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন থেকে শুরু হয়ে কোদালিয়া পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ৪৮০ ফুট পরবর্তীতে দ্বিতীয় ধাপে পূর্বের সলিং থেকে মৌলভী বাড়ি পর্যন্ত ৮৪০ ফুট সর্বমোট ১২২০ ফুট রাস্তাটি সলিং শেষ হয়েছে।
কোদালিয়া পূর্বপাড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। বিকল্প কোন রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের চলাচলের কর্দমাক্ত রাস্তাটিই ব্যবহার করতে হত। বর্তমান সময়ে কোনো সরকারি বাজেট না থাকার পরও এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা, প্রবাসী ভাই-বোনদের সহায়তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা এবং  স্থানীয় মেম্বার ও ৯নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অংশগ্রহণে প্রায় ৮৪০ ফুট রাস্তা সলিং সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে সার্বিকভাবে সহায়তাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম জানান, এই কাজটি সম্পন্ন করতে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। পুরো কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমাদের কোদালিয়া ৭ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন। বিশেষ করে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
৭নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জানান, সবচেয়ে বড় কথা, এলাকার সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই আজ এই রাস্তা প্রায় সম্পূর্ণরূপ পেয়েছে। এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসুন, সবাই মিলে এভাবেই এলাকার উন্নয়নে পাশে দাঁড়াই।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছ উদ্দিন জানান, নিজস্ব অর্থায়নে রাস্তা সলিং সম্পন্ন করার বিষয়টি আমি ইতিপূর্বে অবগত হয়েছি। এলাকাবাসীর এই মহতী উদ্যোগে আমিও শরীর হয়েছি। তাদের এই মহতী উদ্যোগের জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এসব কাজে সমাজের বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর