শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানাধীন ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার রুহিয়া ডাকবাংলো হলরুমে দিনব্যাপী এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইদুর রহমান সুমিত নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ খাইরুল ইসলাম (প্রতীক: ঘোড়া) এবং মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা)। মোট ভোটার সংখ্যা ১০২ জন। উপস্থিত ভোটার ৯৯ জন। প্রতীক ঘোড়া পেয়েছে ৩৭ ভোট, প্রতীক ছাতা পেয়েছে ৬১ ভোট। নষ্ট ভোটের সংখ্যা ০১ টি। নির্বাচনের ফলাফলে মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা) বিজয়ী ঘোষণা হন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কামরুল হাসান টিটু, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ কুদরত আলী এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন।