শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে চারাবাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর চারাবাগ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী মামুদ নগর শ্মশান ঘাট  ফুটবল মাঠে চারাবাগ গ্রামবাসি এ খেলার আয়োজন করে। খেলায় পাকুটিয়া বন্ধু মহল ক্লাব ও পাঁচতারা হিজবুল্লাহ স্পোটিং ক্লাব এই দুটি দল অংশ গ্রহণ করে। মামুদ নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক  মো. সোহেল রানার সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঢাকা উত্তর মহানগর জাসাসের আহ্বায়ক  টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. শরিফুল ইসলাম স্বপন। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত (মোল্লা), মো. তোফায়েল আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মো. কিবরিয়া মোল্লা, উপজেলা  যুবদলের  সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন মোল্লা। আমন্ত্রীত অতিথি মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নরু, সাধারন সম্পাদক আবু সাইদ বাচ্চু প্রমুখ।
 খেলায় পাকুটিয়া বন্ধ মহল ক্লাব কে -০-১ গোলে হারিয়ে পাঁচতারা হিজবুল্লাহ স্পোটিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ক্লাবের হাতে ১ম পুরস্কার ফ্রীজ তুলে দেন অতিথিরা। খেলাটি উপভোগ করতে  দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর