শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ই-পেপার

লামায় মাদক ও জুয়া বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ

বান্দরবান জেলার লামা উপজেলায় মাদক ও মোবাইল জুয়া বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকালে হায়দারনাশী গুলিস্থান বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করে হায়দারনাশী গুলিস্থান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন। তিনি বলেন মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে এ অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অভিভাবক ও সমাজের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
সভাপতিত্ব করেন হায়দারনাশী গুলিস্থান বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বিশেষ করে মোটরসাইকেলের সভাপতি কে দৃষ্টি আকর্ষণ করছি অনেকবার আপনার লোকদের ইয়াবা সহকারে আমি আপনার হাতে তুলে দিয়েছি আজকের পর থেকে মোটরসাইকেলের ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা নিয়ে যদি ধরতে পারি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতে তুলে দেয়া হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ ওসমান গনি মোহাম্মদ লোকমান হোসাইন সাবেক সাধারণ সম্পাদক গুলিস্তান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি।
,
মাওলানা মোঃ জাকারিয়া হেলালি বাংলাদেশ জামাতে ইসলামী সভাপতি ফাসিয়াখালী ইউনিয়ন শাখা।
 মাওলানা মোঃ হোসেন সাহেব হায়দারনাশী এমএস দাখিল মাদ্রাসা মাওলানা মোঃ রফিক উদ্দিন সাহেব হায়দারনাশী  মোহাম্মদের সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাস্টার কবির আহমদ সাহেব ডান হাতের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে এ অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অভিভাবক ও সমাজের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত জনতাকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর