“পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তায়ালার তরফ থেকে যায় পাওয়া যায় বিনিময়।” এই স্লোগান নিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
আজ (১৯/৯/২০২৫) শুক্রবার বিকেলবেলা উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়।
এতে সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আল-আমিন, হাফেজ মাওলানা মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মোঃ বুলবুল মিয়া, মোহাম্মদ জাহাঙ্গির আলম, মোঃ মুখলেছুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম অন্তু প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম পরিচালক এবং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মাহবুব আলম, সহকারী পরিচালক আকরাম হোসেন।
ফোরামের পরিচালক জানান, পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ অঞ্চল এগারসিন্দুর ইউনিয়ন। এ অঞ্চলের মানুষ জরুরী মুহূর্তে অক্সিজেন সেবা গ্রহণ করতে পারেন না। এই অঞ্চলের মানুষের অক্সিজেন প্রয়োজন হলে হাসপাতালে যেতে যেতেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। এই সেবা চালুর মাধ্যমে এগারসিন্দুর ইউনিয়নবাসীর জরুরী মুহূর্তের অক্সিজেনের অভাবে পূরণ হবে, ইনশাআল্লাহ। আপাতত অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার মঠখোলা থেকে। পরবর্তীতে আরো কয়েকটি স্থান নির্ধারণ করা হবে।
জরুরী মুহূর্তে যোগাযোগ:
01722-424696 (নাঈম ইসলাম), 01744186447 (তৌফিকুল ইসলাম রানা), 01791093472 (মাহবুব)।