শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিরাত ফেস্ট অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিরাত ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯/৯/২০২৫) শুক্রবার বিকেলে উপজেলার জাংগালিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সিরাত ফেস্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ টেলিভিশনের আলোচক ও বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং আর.এস আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাওলানা অধ্যাপক আখতারুজ্জামান রতন। এছাড়াও মাওলানা শহিদুল্লাহ ও মাওলানা খায়রুল ইসলাম আলোচনা করেন।
প্রধান আলোচক তাঁর হৃদয়স্পর্শী ও প্রাঞ্জল বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর আদর্শ জীবন, তাঁর মহৎ চরিত্র, মানবতার দিকনির্দেশনা ও বিশ্বজগতের প্রতি তাঁর অফুরন্ত দয়া-করুণা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে নবীজীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার আমীর মাওলানা আব্দুর জব্বার, বিশেষ অতিথি হিসেবে পাকুন্দিয়া পৌর শাখার আমীর মাওলানা মোঃ নাজমুল হক।
এছাড়াও ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান (তারা), জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি আবুল খায়ের মোহাম্মদ রুহুল্লাহ, সেক্রেটারি ইমরান হোসাইন মেরাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ তাঁদের আলোচনায় নবী করিম (সা.)-এঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, ইসলামের শিক্ষাকে আত্মস্থ করে আমাদের ব্যক্তিগত চরিত্র গঠন করতে হবে, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নবীজীর আদর্শকে অনুসরণ করতে হবে, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর