পাবনার আটঘরিয়ায় শারর্দীয় দূর্গাপুজা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিনহাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা নাসরীন আক্তার, জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, আতাইকুলা থানার এসআই জুবাইদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিরোদ কুমার কর্মকার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর আটঘরিয়ায় মোট ১৫ টি মন্দিরে শারর্দীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বিভিন্ন পুজা মন্দিরের সভাপতি/ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।