বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে চকবানারশি গ্রামকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চকবানারশি গ্রামকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে গ্রাম উন্নয়ন কমিটি ও গ্রামবাসীর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবানারশি ইকো গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, সতিশ চন্দ্র রায় এবং বলরামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। তাই বিকল্প আয়ের উৎস তৈরি, কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ইকো ভিলেজ গড়ে তোলা এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
গ্রামবাসীরা জানান, ইতোমধ্যে পরিবেশবান্ধব চুলা ব্যবহার, জৈব সার প্রয়োগ, বাড়ির আঙিনায় সবজি চাষ ও পুষ্টি কার্যক্রমে তারা যুক্ত হয়েছেন। পাশাপাশি শিশু ও নারীদের জন্য স্বাস্থ্য ও সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
ইকো ভিলেজ ঘোষণার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর