পাবনায় দস্যূতার প্রস্তুতিকালে টিপ চাকু ও চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে (১৮ সেপ্টেম্বর) অনন্ত মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দস্যূতা সংগঠনের চেষ্টা চালানো অবস্থায় তিনজনকে আটক করা হয়।
অভিযানে একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু ও একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রাকিব সরদার (১৯), সাং- চর কোশাখালি (লঞ্চঘাট), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
২. মোঃ সোহেল (৩৪), সাং- বলরামপুর (আহাদ বাবুর গলি), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
৩. মোঃ কামরান হোসেন (২৮), সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, মাদক ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।