নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য (১)অধীন সদস্য, সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক,মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত ২ বছরের জন্য কমিটি অনুমোদন করে ১৭/৯/২০২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। নিয়মিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক মোঃফেরদৌস আলম,মোঃ মুক্তার হোসেন সাধারণ শিক্ষক সদস্য,সেলিনা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। অভিভাবক সদস্য আ.মান্নান সিকদার,মোঃনুরুজ্জামান, মোঃবাহারম এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলি আক্তার, সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মাওলানা মো.আবু বকর।
বনগ্রাম দাখিল মাদ্রাসার সাংবাদিক আব্দুল্লাহ খিজির ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় এলাকার সর্বস্তরের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, নাগরপুর উপজেলায় এই প্রথম সাংবাদিকদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছে।তিনি এর আগে অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।