নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ( কলাতলা) সংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে দারুল উলুম নওয়াপাড়া মাদ্রাসার ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টার সময় মওলানা সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি ইনাম বিন মিজান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল কুদ্দুস বিশ্বাস, জমিদাতা নাজমুল হাসান লিটু বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আহম্মেদ, বক্তব্য রাখেন নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব), বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান, মোঃ সিদ্দিক সরদার, মোঃ টুকু বিশ্বাস, মোঃ মিঠু বিশ্বাস, মোঃ আশরাফ মোল্লা, মোঃ অমি বিশ্বাস, মোঃ তারেক বিশ্বাস, জাহিদ হাসান রেন্টু, আনিচুর রহমান, মোঃ আক্তার হোসেন, বাবু বিশ্বাস, মোঃ ইউনুচ আলি প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পাশে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক বিলকিস রহমান। মাদ্রাসায় নাজেরা বিভাগ, হিফজ বিভাগ ও নূরাণী বিভাগের শিক্ষা প্রদান করা হবে। অলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।