বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

মোহনপুরে আরাজী গোবিন্দপুর গ্রামকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের আরাজী গোবিন্দপুর গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘ইকো ভিলেজ’ ঘোষণা করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে আরাজী গোবিন্দপুর গ্রাম উন্নয়ন কমিটি ও গ্রামবাসীর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  ইকো ভিলেজ নামে একটি নতুন পদ্ধতির বাস্তবায়ন করছে যার লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, কৃষিতে বৈচিত্র্য আনা, খাদ্যে পুষ্টি বৃদ্ধি, টেকসই কৃষি উৎপাদন ও আয়ের সুযোগ বাড়ানো। একই সঙ্গে গ্রামীণ জনগণকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও পুষ্টি বিষয়ে সক্ষম করে তোলা। যা এই গ্রামে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে ইকো ভিলেজ কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার, মোহনপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসরিন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোড়াইয়া প্রমুখ।
বক্তারা বলেন, এই উদ্যোগ সফল হলে গ্রামবাসীর জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি পরিবেশবান্ধব একটি মডেল গ্রাম হিসেবে আরাজী গোবিন্দপুর অন্যান্য এলাকার জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর