বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাইক্ষ্যংছড়িতে মাদক-চোরাচালান দমনে সচেতনতা বৃদ্ধির আহ্বান: ইউএনও

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা সমূহ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। এ জন্য সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব (২৮ সেপ্টেম্বর শুরু) নির্বিঘ্নে পালনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
সভায় অংশগ্রহণ করেন—নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সুবেদার মো. হালিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর