মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে শিশু-যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ সেমিনার 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

“আমার স্বপ্ন বন্ধুকে বলব, বন্ধুর স্বপ্ন আমিও জানব, একসাথে স্বপ্ন পূরণে এগিয়ে যাব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু ও যুবকদের নিয়ে ‘আমার জীবন আমার স্বপ্ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেইসমিতালী হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শিশু ও যুবকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আরতি বালা রানী ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার সাধন দাস প্রমুখ।
বক্তারা বলেন, শিশু ও যুব সমাজের সুস্থ বিকাশের জন্য স্বপ্ন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত জরুরি। তারা শুধু নিজেদের জীবনের স্বপ্ন নিয়েই এগোবে না, বরং একে অপরের স্বপ্নকে জানবে, বুঝবে এবং সহযোগিতার মাধ্যমে তা পূরণে ভূমিকা রাখবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজও উপকৃত হবে।
অনুষ্ঠানে শিশু ও যুব অংশগ্রহণকারীরা নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তারা জানায়, সঠিক দিকনির্দেশনা ও সামাজিক সহযোগিতা পেলে নিজেদের জীবন গড়ার পাশাপাশি সমাজ পরিবর্তনেও তারা ভূমিকা রাখতে চায়।
আয়োজকরা জানান, এ সেমিনারের মূল উদ্দেশ্য হলো শিশু ও যুব সমাজকে তাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ গঠনে উদ্বুদ্ধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর