নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকায় করোনা আক্রান্ত দুজনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী (বিভিন্ন ফলমূল ও ইফতার সামগ্রী) উপহার পৌঁছে দিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। সোমবার (১১মে) বিকালে পৌর এলাকার আলেপুর গ্রামে করোনা আক্রান্ত ব্যাংক কর্মচারী ও কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ধানসিঁড়ি আবাসিক এলাকার আক্রান্ত লোকের বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপহারের এসব খাদ্যামগ্রী নিজে পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, প্রেস ক্লাবের সদস্য অঞ্জন প্রসাদ রায় চৌধুরী প্রমুখ।