মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ই-পেপার

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ শাখার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল (১৫/৯/২৫) সোমবার বাদ ঈশায় বৌলাই আজিম হাজী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আতহার আলীর সভাপতিত্বে বৌলাই হাজী আব্দুল খালেক নূরানী হিফজুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল ইসলামের সঞ্চালনায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পূর্ব ভরাটি হাজী আব্দুল খালেক নূরানী হিফযুল উলুম মাদরাসায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ  কুরআন শিক্ষা বোর্ড এর সাথে সার্বিকভাবে সম্পৃক্ত থাকায় বৌলাই পূর্ব ভরাটি হিফজুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল আউয়ালকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি রোকনউদ্দিন, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান মাহমুদ।
এছাড়াও হাজী আব্দুল খালেক নূরানী হিফজুল উলুম মাদ্রাসার সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ সবুজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর