গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ- ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দুয়াজানী কলেজ পাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন শিহাব। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩১তম ব্যাচের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার ব্যালট নম্বর ২৪।
ছোটবেলা থেকেই লেখাপড়ায় বিশেষ পারদর্শিতা দেখিয়ে আসছেন মহিউদ্দিন শিহাব। প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিটি শিক্ষাজীবনের ধাপে তিনি অসাধারণ ফলাফলের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখে তিনি একাডেমিক অঙ্গনে দৃঢ় অবস্থান তৈরি করেছেন।
মহিউদ্দিন শিহাব নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অধ্যাপক আব্দুস সালাম এবং দাদার নাম মরহুম আইয়ুব আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার বড় ভাই বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিভাগে এমএস-এ অধ্যয়নরত।
শুধু পাঠ্যভিত্তিক শিক্ষায় নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রেও শিহাব শুরু থেকেই সক্রিয়। গণ বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থী হিসেবে তিনি সবসময় সহপাঠীদের পাশে ছিলেন। তিনি জুলাই আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি ও ভূমিকা রেখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধুলার সাথে শিহাবের সম্পৃক্ততা দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তঃবিভাগীয় খেলাধুলা ও ক্রীড়া আয়োজনে তার সরব উপস্থিতি তাকে একজন চেনা ও বিশ্বস্ত মুখে পরিণত করেছে।
মহিউদ্দিন শিহাব বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক। আমি নির্বাচিত হলে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব করে তুলব, ইনশাআল্লাহ।”
গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান,শিহাব সবসময় খেলার বিষয়ে দায়িত্বশীল ও আন্তরিক। তার নেতৃত্বে ক্রীড়া বিভাগে নিশ্চয়ই ইতিবাচক পরিবর্তন আসবে।”
এলাকার এক শিক্ষক বলেন,শিহাব ছোটবেলা থেকেই আদর্শ, সৎ ও পরিশ্রমী। তার মতো মেধাবী ও দায়িত্ববান শিক্ষার্থী দেশের সম্পদ। আশা করি, সে ভবিষ্যতে আরও বড় কিছু করবে।”
শিহাবের পরিবারের এক সদস্য বলেন মহিউদ্দিন শিহাব সবসময় পড়ালেখায় মনোযোগী ছিল এবং অন্যদের সাহায্যেও এগিয়ে আসতো। আজ সে গকসু নির্বাচনে অংশ নিচ্ছে এটি আমাদের এলাকার ও পরিবারের জন্য গর্বের বিষয়। আমরা চাই, সে সত্যিকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কথা বলুক ও এলাকার মুখ উজ্জ্বল করুক।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।