রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে কুকুরের কামড়ে ২০ জন আহত, আতংকে এলাকাবাসী

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ

‎যশোরের অভয়নগর উপজেলায় কুকুরের কামড়ে ২০ জন বিভিন্ন বয়সের মানুষ আহত হয়েছে। ‎আহতরা হলেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুড়া গ্রামের সালমান(৭), বনগ্রামের মুজাহীদ(৮), একই এলাকার নাসির(৪০) চেঙ্গিটিয়ার শিউলী দাস(৪০),  উলুবটতলার তুর্জাউন(১১), প্রেমবাগ গ্রামের তামিম(১৩), একই এলাকার জাহিদুল ইসলাম (৬৫), মারুফ হোসেন (৪৯), মোজাহিদ (৭), গফ্ফার মোল্লা (৫৫), গাইদগাছির চপলা রানী(৪৫),  সহ আরও অনেক কে কামড় দিয়ে গুরুতর জখম করেছে। আহতরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

‎ঘটনার বিষয়ে প্রেমবাগ ইউনিয়নের স্থানীয় বাসীন্দা কালু বলেন, অনেক দিন ধরে আমাদের প্রেমবাগ ইউনিয়নে কুকুরের আনাগোনা দেখা যাচ্ছে। আজ বেশ কয়েকটি কুকুর এক সাথে ঘোরাঘুরি করছে এবং যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করে আহত করেছে।

‎রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রকিবুল ইসলাম রাকিব জানান, কুকুরে কমড়ানো রোগীর বেশীর ভাগের গভীর ক্ষত হয়েছে। এখন যেহেতু রাত তাই চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি। রোগীর পরিবার কে বলে দেওয়া হচ্ছে রোগীকে সকালে হাসপাতালে আনতে এবং ভ্যাকসিন দেওয়ার বিষয়  পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর