পাবনার সাঁথিয়া উপজেলার আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এসময় তিনি ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে ক্লাস নেন তিনি।
বৃহস্পতিবার ( ১১ সেপটেম্বর ) সকাল ১১টার দিকে ক্লাস নেন ইউএনও রিজু তামান্না এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মো: মোস্তাক আহমেদ সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।
৮ম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।
আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাক আহমেদ বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন,আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রিজু তামান্না যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নেন তিনি।