পাবনার আটঘরিয়ায় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। তিনি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাসহ শিক্ষার বিভিন্ন বিষয়ে বিস্তর আলোকপাত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রাণী মন্ডল, জেলা শিক্ষা আফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আসমত আলী, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, মাজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেসুর রহমান , ক্রীড়া শিক্ষক মোঃ ইয়াছিন আলী প্রমুখ।
৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।