কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা দাখিল মাদ্রাসার উদ্যোগে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০/৯/২০২৫খ্রিঃ) বুধবার সকালে এক প্রাণবন্ত সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও চরিত্র গঠন এবং একটি আদর্শ শিক্ষা পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা মানুষের জীবনের মূল ভিত্তি। দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলেই নয়, বরং নৈতিকতা, আদর্শ ও দেশ-সমাজের প্রতি দায়িত্বশীলতায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার আমীর মাওলানা আব্দুর জব্বার।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সন্তানদের শুধু পরীক্ষার খাতায় ভালো ফলাফলের জন্য নয়, বরং যোগ্য, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা অভিভাবক, শিক্ষক ও সমাজের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিক গঠনই হলো সমাজ উন্নয়নের প্রকৃত ভিত্তি। শিক্ষক ও অভিভাবকরা একসাথে কাজ করলে এ প্রতিষ্ঠান একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।”
অন্যান্য বক্তারাও শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদান আরও কার্যকর করার বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন।
এছাড়াও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক সহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।