মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি এ আনন্দ র্যালীর অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম,দৌলতপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আরফান প্রদান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শামীম হোসেন প্রমুখ। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড থেকে থেকে র্যালী বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়।