পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাকি বিল্লাহ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। তিনি উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই বাকি বিল্লাহ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে তিনি আবারো দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তবে পুলিশি তৎপরতার কারণে শেষ পর্যন্ত তার গ্রেপ্তার এড়ানো সম্ভব হয়নি।
অন্যদিকে, ঢাকার যাত্রাবাড়ী থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
বাকি বিল্লাহর গ্রেপ্তারের খবরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। তার সমর্থকরা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে দাবি করলেও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই গ্রেপ্তারকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করার পর তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।