বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের (বাবেশিকফো) কিশোরগঞ্জ সদর উপজেলার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকাল (৫/৯/২৫)ইং শুক্রবার বাবেশিকফোর জেলা কমিটির স্বাক্ষরিত এ কমিটি গঠিত হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিনকে আহ্বায়ক ও সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়ালী উল্লাহ (আলম) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সভায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর নতুন কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সদর উপজেলায় সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার এবং একটি পূর্ণাঙ্গ নতুন শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।