মানবসেবার ব্রত নিয়েই ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল রক্ত দাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক (পি.বি.বি) বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকে একে একে অগণিত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি তারা বিনা স্বার্থে রক্তদান, অসুস্থ মানুষের জন্য সংগ্রাম, আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে প্রচেষ্টা।
সেই অগ্রযাত্রার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের বীরগঞ্জে পালিত হলো ‘প্রচেষ্টা দিবস ২০২৫’।
দিনটি ছিল যেন রক্তযোদ্ধাদের উৎসব। সকাল থেকে নানা বয়সের স্বেচ্ছাসেবক, রক্তদাতা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ একত্রিত হন পৌর শহরে শালবন মিলনায়তনে। পরে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠানে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (বীরগঞ্জ–কাহারোল) মনোনীত প্রার্থী মতিউর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামনুর রশিদ মামুন, জেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর (সুমন)।
আলোচনাসভায় বক্তারা বলেন, মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত। রক্তদান কোনো দান নয়, এটি মানবতার প্রতি দায়িত্ব।” তারা আরও উল্লেখ করেন, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিটি রক্তদাতা সমাজে একেকজন নীরব নায়ক, যারা বিনিময়হীন মানবতার সেবায় নিজেদের নিবেদিত করেছেন। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের এই সামাজিক ও মানবিক কাজ ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে এটাই আমরা প্রত্যাশা করি।
পরে রক্তদানের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বৃক্ষ বিতরণ করা হয়।
বীরগঞ্জের সাধারণ মানুষ মনে করেন, প্রচেষ্টা দিবস শুধু একটি অনুষ্ঠান নয়; এটি মানবসেবার প্রতিশ্রুতি পুনর্নবায়নের দিন। রক্তদাতাদের ত্যাগ ও স্বেচ্ছাসেবকদের অবদান একদিন এই সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।