বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ ঘটিকায় নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উপজেলা গেট থেকে শুরু হয়ে কাঁচা বাজার প্রদক্ষিণ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো: আল আমিন। সঞ্চালনায় ছিলেন মো: রবিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো: নাইম খান, উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মো: মামুন মিয়া, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো: সিপন রানা, ছাত্র অধিকার পরিষদের মো: তাসরিফ হোসেন এবং উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি ফারুক মোল্লা।
সমাবেশে বক্তারা ৩ দফা দাবি উপস্থাপন করেন-
১) গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২) স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করা।
৩) ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
বক্তারা আরও বলেন “গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে হামলা-নির্যাতন চালানো হলেও জনগণের আন্দোলন দমানো যাবে না।
এ কর্মসৃচীতে অত্র সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ অংশগ্রহণ করেন।