বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও APCU-PARTNER, BARC অর্থায়নে এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না।
বাংলাদেশ GAP প্রোটোকল অনুসারে উৎপাদিত কাঁচা পেঁপে ফসলের প্রচার প্রচারণা ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী পাবনার মো: জাহাঙ্গীর আলম প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচাল(শস্য)খামার বাড়ি পাবনার রাফিউল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এপিডি পার্টনার বিএআরসি ড.মো: আশরাফুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএআরসি ড. জহিরুল ইসলাম,
উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরআই) ড. মো: আশরাফুল আলম, উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরআই) ড. আরিফুল ইসলাম,
অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল প্রমুখ।
উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: মান্নান হোসেন। উক্ত মাঠ দিবসে ১০০ কৃষাণ কৃষাণী অংশ গ্রহণ করেন।