বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির আহবায়ক পাবনা-৪,(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন,
বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
তারা আগামী দিনের আন্দোলনে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আজ বুধবার ৩ সেপ্টেম্বর সন্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটঘরিয়ায বাজার গরুর হাট প্রাঙ্গণে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
আটঘরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম,
কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আইতুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভায় মিছিলে মিছিলে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে পরিপূর্ণ হয়ে ওঠে।
পরে একবিশাল মিছিল বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটঘরিয়া বাজার গরুর হাট প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।