পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পার- ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার কাউন্সিল-২০২৫ উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
কাউন্সিলের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১সেপ্টেম্বর ) প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন,সভাপতি পদে মো: ইসমাইল হোসেন (ছাতা প্রতীক),মো: আবুল হোসেন সরকার (আনারস প্রতীক) সাধারণ সম্পাদক পদে মো: আসাদুজ্জামান আসাদ (ফুটবল প্রতীক) শহীদুল ইসলাম (মোরগ প্রতীক) সাংগঠনিক সম্পাদক পদে শরীফ আহমেদ (চশমা প্রতীক),আনিছুর রহমান (মই প্রতীক),মো. জিয়াউর রহমান (আম প্রতীক)।
কাউন্সিলের নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৫ হাজার টাকা। উক্ত অর্থ ফেরতযোগ্য নয়।
তফসিল অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় পার- ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাছিন স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির।
কাউন্সিলে ভোটার হলেন বিএনপি’র প্রত্যেক ওয়ার্ড মিটির ৫১ জন সদস্য।