পাবনা ফরিদপুর উপজেলায় বাঘাবাড়ি -গোপালনগর রোডে চকচকিয়া মোড়ের উপর ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে নিহত ৩।
নিহতরা হলেন, চাটমোহর গুনাইগাছা ইউনিয়নের চড়পাড়া গ্রামের মো: সোহেল রানা (৩৫), স্ত্রী মোছা: আউলিয়া খাতুন (২৫) ও কন্যা মোছা: সুমাইয়া খাতুন (৮)।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মজ্ঞলবার সকাল ১০.০০ সোহেল রানা বাঘাবাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহর নিজ বাড়িতে যাওয়ার পথে ফরিদপুর উপজেলার চকচকিয়া মোড় নামক স্থানে ফরিদপুর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মা আওলিয়া ও মেয়ে সুমাইয়া মারা যায়। মোটরসাইকেল চালক মো: সোহেল রানা গুরুতর আহত হয়। আহত সোহেল রানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হাওয়ায় রাজশাহী মেডিকেল রেফার করা হয় এবং যাওয়ার পথেই সোহেল রানা মারা যায়। ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মো: হাসনাত জামান বলেন, মা ও মেয়ের লাশ আমরা ঘটনাস্থল থেকেই থানায় আনা হয়েছে, সোহেল রানার লাশ আসলে ৩ জনের মরা দেহ ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হবে। ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার বলেন, আমরা ঘাতক ট্রাক (ঝিনাইদহ -ট- ১১-০৪৪৭) আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।