পাবনার চাটমোহরে সামাজিক অবক্ষয়, অশ্লীলতা ও প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা থানা মোড় আমতলায় নাগরিক কমিটি চাটমোহর উপজেলা শাখার আহবায়ক ফয়সাল কবিরের সভাপতিত্বে ও এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় সামাজিক অবক্ষয় দিন দিন বেড়ে যাচ্ছে। তরুণ সমাজ মাদকের ফাঁদে পড়ে ধ্বংসের পথে যাচ্ছে। প্রকাশ্যে অশ্লীলতা ও মাদক সেবনের মতো ঘটনায় সমাজের চিত্র কলঙ্কিত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী- প্রকাশ্যে মাদক সেবনকারীদের দ্রুত গ্রেফতার ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন- পাবনা ৩ সাবেক সংসদ সদস্য কে এম আনারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, যুব নেতা সাঈদ উল ইসলাম কাফি, পৌর যুবদল আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, এনসিপি চাটমোহর শাখার আহ্বায়ক ফয়সাল কবির, চাটমোহর পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, চাটমোহর পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাজেদুর রহমান সেজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য খাইরুল ইসলাম, আব্দুল আলিম, সাকিব হোসেন, আরাফাত রহমান, সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।